হেফাজতে মৃত্যু: পুলিশসহ ৫ জনের বিচার শুরুর আদেশ

Slider বাংলার আদালত
court-verdict_206604
পুলিশ হেফাজতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে হওয়া মামলায় রাজধানীর পল্লবী থানার তিন পুলিশ কর্মকর্তাসহ পাঁচ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

রোববার বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।

২০১৪ সালে পল্লবী থানা-পুলিশের হেফাজতে ইশতিয়াক হোসেন ওরফে জনির মৃত্যুর মৃত্যুর অভিযোগের ওই মামলায় আদালত আগামী ১৬ মে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।

পাঁচ আসামি হলেন- পল্লবী থানার সাবেক উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান, সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুজ্জামান মিন্টু, এএসআই রাশিদুল ইসলাম এবং পুলিশের সোর্স সুমন ও রাসেল। তাঁদের মধ্যে জাহিদুর কারাগারে। রাসেল পলাতক। বাকি তিনজন জামিনে আছেন।

২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি পল্লবী এলাকার একটি বিয়ের অনুষ্ঠান থেকে ইশতিয়াক হোসেনকে আটক করে পল্লবী থানায় নিয়ে যান পল্লবী থানার তৎ​কালীন এসআই জাহিদুরসহ কয়েকজন। তাদের নির্যাতনে ইশতিয়াক মারা যান বলে অভিযোগ ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *