নানা আয়োজনে গাজীপুরে বর্ষবরণ পালিত

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি গ্রাম বাংলা

 

13000362_10207298911565812_1052373516507540332_n

 

 

 

 

 

 

 

গাজীপুর অফিস: বাংলা নববর্ষ ১৪২৩ গাজীপুর জেলায় আন্দঘন পরিবেশে ও শান্তিপূর্ন পরিবেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।বাঙালী সংস্কৃতির একটি বড় উৎসব হিসেবে এটি ঘটা করে পালিত হয়।

এ উপলক্ষ্যে গাজীপুরের ঐতিহ্যৃবাাহী সংগঠন “চেতন  গাজীপুর” স্থানীয় ভাওয়াল রাজার রাজবাগান এলাকায় শুটিং স্পট ফালগুন এ এক বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।

চেতনা গাজীপুর এর প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ড. কে এম রিপন আনসারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন রনির সঞ্চালনায় হয় বর্ষবরণ অনুষ্ঠান। অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডা: বোরহান উদ্দিন অরণ্য ও কোষাধ্যক্ষ সাংবাদিক জাহিদুর রহমান বকুল। অনুষ্ঠান অভ্যর্থনায় ছিলেন সংগঠনের আইন বিষয়ক সম্পাদক এড. সিরাজুল ইসলাম ও সহ দপ্তর সম্পাদক আলী আজগর খান পিরু।

12985522_987372264686154_4159947774989627968_n

 

 

 

 

 

 

মুক্তিযোদ্ধা মো: আইয়ুব আলীর সৌজন্যে অনুষ্ঠান ভ্যানুর মালিক অভিনেতা আশরাফ হোসেন টুলূর হাতে বেশ কিছু ফুল ও ফলের চারাগাছ উপহার দেয়া হয়। বাংলা নববর্ষে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষ্যে এ চারা গাছ বিতরণ একটি ব্যাতিক্রম ধর্মী আয়োজন ছিল। এই আয়োজনের প্রধান ছিলেন চেতনা গাজীপুরের ঐতিহ্য সংরক্ষন  বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান। অনুষ্ঠানে নতুন সদস্য মোঃ ইসমাইল মাষ্টারকে স্বাগত জানানো হয়।

13007128_10207298327911221_7809322439967708506_n

 

 

 

 

 

 

 

এ ছাড়া  তাসফিয়া গার্ডেন ফ্রেন্ডশীপ অব ৯৬ ব্যাচ এক অনাবিল সাজে পালন করে বর্ষবরণ।  গাজীপুর রাজবাড়ি মাঠে অনাকাংখিত ভাবে বসে যায় এক বৈশাখী মেলাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *