প্রধানমন্ত্রীর বক্তব্য বিচার বিভাগকে প্রভাবিত করছে : ফখরুল

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

64826_fokrul bnp
গ্রাম বাংলা ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারী টাকা খরচ করে মিথ্যাচার করছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য পুরো বিচার বিভাগকে প্রভাবিত করছে। ফখরুলের অভিযোগ, প্রধানমন্ত্রী ও তার মন্ত্রীদের বক্তব্য আদালত অবমাননার শামিল। যা জাতি এবং বিচার ব্যবস্থাকে বিভ্রান্ত করছে। আজ নয়া পল্টনের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
আওয়ামীলীগ ও প্রধানমন্ত্রীর সমালোচনা করে সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, আওয়ামীলীগ খুনের দল, শেখ হাসিনা নিজে খুনি, মানুষের রক্তে তাদের হাত রঞ্জিত। গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত শুধু বিএনপির ৩১০ জনকে তারা হত্যা করেছে।
ফখরুলের অভিযোগ,  বিএনপিকে ধ্বংশ করতেই জিয়া পরিবার ও দলকে নিয়ে সরকার মিথ্যাচার করছে। তিনি বলেন, আমরা ২১ আগষ্ট হামলার বিচার চাই। কিন্তু প্রধানমন্ত্রী রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত বক্তব্য দিচ্ছেন। যা প্রতি হিংসা পরায়ন । তিনি সম্প্রচারনীতি বাতিল ও তত্বাবধায়কের অধীনে নির্বাচনেরও দাবী জানান।
সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর আহবায়ক মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিয়া ও এডভোকেট মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *