গাজীপুরে পুলিশ সুপারের বিদায় অনুষ্ঠানে হামলা চেষ্টা

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ নারী ও শিশু সারাদেশ

10612648_323639104476742_3417109601942741584_n

স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: গাজীপুর জেলার পুলিশ সুপারের বিদায় অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সূযোগ না পেয়ে কতিপয় ব্যাক্তি বিশৃঙ্খল অবস্থা সৃষ্টির মাধ্যমে হামলার চেষ্টা করেছেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসলে কড়ানিরাপত্তার মধ্যে অনুষ্ঠান শেষ হয়।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর পুলিশ লাইনস মিলনায়তন অন্তরঙ্গ নামক স্থানে ওই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন পিপিএম ঢাকা মেট্রোপলিটন পুলিশে(ডিএমপি) বদলী হয়। শনিবার গাজীপুর পুলিশ লাইনস এর অন্তরঙ্গ মিলনায়তে এ উপলক্ষ্যে এক বিদায়ী অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করে জেলা পুলিশ।

অনুষ্ঠানে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, বিদায়ী পুলিশ সুপার আব্দুল বাতেন পিপিএম ও জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা, আওয়ামীলীগ, সংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্ধ, সুশীল সামজের নেতৃবৃন্ধ ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা অংশ গ্রহন করেন।

অনুষ্ঠান চলাকালীন সময়ে কতিপয় ব্যাক্তি সাংবাদিক পরিচয়ে বক্তব্যের সূযোগ না পাওয়ায় অস্বাভাবিক আচরণ সৃষ্টির মাধ্যমে বিশৃঙ্খল অবস্থা তৈরীর চেষ্টা করলে অনুষ্ঠানে অংশ গ্রহনকারীরা বিব্রত বোধ করেন। এসময় দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।

এ ঘটনায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্ধ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে ভবিষৎতে অসাংবাদিকদের কোন অনুষ্ঠানে আমন্ত্রন না জানাতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

গাজীপুর সিটি প্রেসক্লাবের সভাপতি মঞ্জুর হোসেন মিলণ ও বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাব গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এম এ কবির ওই অনাকাংখিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষিদের বিচার দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *