২১ সিরীয় খ্রিষ্ট ধর্মাবলম্বীকে হত্যা করেছে আইএস

Slider সারাবিশ্ব

 

 

al-qariatain-BG20160411073351

 

 

 

 

 

ঢাকা: সিরিয়ার আল-কারিয়াতাইন শহরে ২১ খ্রিষ্ট ধর্মাবলম্বীকে হত্যা করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

সিরীয় অর্থডক্স চার্চ জানিয়েছে, গত বছর আগস্ট মাসে আল-কারিয়াতাইন শহর ছিনিয়ে নেয় আইএস। এরপর থেকে সেখানকার তিন শতাধিক খ্রিষ্ট ধর্মাবলম্বী বাসিন্দা বন্দিদশায় জীবনযাপন করছেন। এদের মধ্যে এ পর্যন্ত ২১ জনকে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, রুশ নেতৃত্বে সিরীয় বাহিনী চলতি বছরের শুরুর দিকে এই শহরটি আংশিক পুনরুদ্ধার করে। কিন্তু হঠাৎ করেই রাশিয়ার সেনা প্রত্যাহারে আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে আইএস।

সিরীয় অর্থডক্স চার্চ জানিয়েছে, আইএসের হাতে প্রাণ যাওয়া খ্রিষ্ট ধর্মাবলম্বীদের মধ্যে তিনজন নারী রয়েছেন। এই ২১ জন ছাড়াও এখনো নিখোঁজ রয়েছেন আরো পাঁচজন।

চার্চটি আরো জানিয়েছে, আইএস শহরে আটকে পড়া খ্রিষ্ট ধর্মাবলম্বী কিশোরীদের যৌনদাসী হিসেবে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছে বলে খবর মিলেছে। আটক সবাইকে মুক্ত করতে আলোচনা চলছে। কিন্তু শর্তের বাইরে গিয়ে আইএস ইচ্ছেমত মানুষ খুন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *