নতুন কারাগার উদ্বোধন

Slider জাতীয়

2016_04_10_10_52_13_JvK4KijxlcM1Mjjo6zfoVjGCNfxPOZ_original

 

 

 

 

 

ঢাকা : নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১০ এপ্রিল) সকাল ১০টায় রাজধানী ঢাকা থেকে ৮ কিলোমিটার দূরে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে  ৪ হাজার ৫৯০ বন্দি ধারণক্ষমতাসম্পন্ন এ কারাগার উদ্বোধন করেন তিনি।

নতুন এ কারাগারে পুরুষ বন্দিদের থাকার ব্যবস্থা রয়েছে। পাশেই নির্মাণাধীন নারী কারাগার। এর কাজ সম্পন্ন হলে ওই কারাগারে থাকতে পারবে ২৭০ নারী বন্দি।

কারা কর্তৃপক্ষ জানায়, নতুন এ কারাগারে বন্দিদের জন্য থাকছে আধুনিক ব্যবস্থা। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে ১৭৮৮ সালে পুরনো কেন্দ্রীয় কারাগার স্থাপন করা হয়। প্রায় সোয়া ২শ’ বছর পর কেরানীগঞ্জে নতুন এ কারাগারের নির্মাণ কাজ শুরু হয় ২০০৭ সালে।

নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগার থেকে বন্দিদের পুরোপুরি সরিয়ে নেয়া শেষ হলে সেখানকার  জমিতে পার্ক, প্রশিক্ষণ কেন্দ্র, ব্যায়ামাগার ও কনভেনশন সেন্টার, জাদুঘর  নির্মাণের পরিকল্পনা নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *