ইমরানের স্বদলবলে পদত্যাগ নতুন সংকটে পাকিস্তান

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

37821_45

গ্রাম বাংলা ডেস্ক:  পাকিস্তানি তেহরিক-ই-ইনসাফের ৩৪ জন জাতীয় পরিষদ সদস্যের প্রত্যেকে পদত্যাগ করেছেন। গতকাল জাতীয় পরিষদ স্পিকারের কার্যালয়ে পিটিআই নেতা শাহ মেহমুদ কুরেশি, আরিফ আলভি ও শিরিন মাজারি, দলের চেয়ারম্যান ইমরান খান সহ সবার পদত্যাগপত্র জমা দেন। এ খবর দিয়েছে ডন। পদত্যাগপত্র জমা দেয়ার পর পিটিআই নেতা মুরাদ সাঈদ বলেন, আমরা আগেই দলের চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি। এবার জাতীয় পরিষদের স্পিকারের কাছে জমা দেয়ার মাধ্যমে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেছি। তিনি আরও বলেন, আমাদের ভবিষ্যত পদক্ষেপ স্পষ্ট। পাকিস্তানে অবাধ-সুষ্ঠু নির্বাচন, স্বতন্ত্র নির্বাচন কমিশন, নির্বাচন জালিয়াতিতে সম্পৃক্তদের বিচার আর প্রধানমন্ত্রীর পদত্যাগ হলো আমাদের দাবি। দলের  পাকিস্তান নির্বাচন কমিশনের সাবেক সেক্রেটারি কানওয়ার দিলশাদ জানিয়েছেন, নিয়ম মোতাবেক পদত্যাগপত্র জমাদাদেন মুহুর্তেই আইনপ্রণেতাদের সদস্যপদ বাতিল হয়ে গেছে। পদত্যাগপত্র দাখিল করার পর পিটিআই নেতৃত্ব দলের কেন্দ্রীয় কমিটির একটি বৈঠকের ডাক দিয়েছে। এতে তারা সরকারবিরোধী প্রতিবাদ ও প্রাদেশিক পরিষদগুলো থেকে দলের আইনপ্রণেতাদের পদত্যাগের বিষয়ে ভবিষ্যত কৌশল নিয়ে আলোচনা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *