পহেলা বৈশাখ পালন: বাতিলের দাবি ওলামা লীগের

Slider জাতীয়

download

 

 

 

 

 

 

বাংলা নববর্ষ পহেলা বৈশাখে উৎসব পালনকে ‘ইসলাম বিরোধী’ ও ‘অনৈসলামিক’ আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানিয়েছে আওয়ামী ওলামা লীগর একাংশ। একই সঙ্গে সংগঠনের নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন পহেলা বৈশাখের নামে দেশে কোন বেহায়াপনা সহ্য করা হবেনা। আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে ওলামা লীগ। সমাবেশে বক্তারা পহেলা বৈশাখে উৎসব পালনের কঠোর সমালোচনা করেন। তারা বলেন, বাংলাদেশ ওলি আউলিয়া ও পীর মাশায়েখদের দেশ। তাই এই দেশের ইসলাম ধর্মের অনুসারীরা পহেলা বৈশাখের নামে কোন বেলেল্লাপনা ও বেহায়াপনা মেনে নেবেনা। নেতৃবৃন্দ বলেন, এ দিবসকে কেন্দ্র করে কর্পোরেট মিডিয়া ও পূজিবাদী বেনিয়াগোষ্ঠী বানিজ্য করছে। ওদের শোষন থেকে দেশকে বাচাতে হবে। পান্তা ইলিশ বন্ধ করে জাতীয় মাছ ইলিশ রক্ষা করতে হবে। বক্তারা আরও বলেন, ইসলামে পহেলা বৈশাখ, পহেলা জানুয়ারি নববর্ষ পালন জায়েজ নেই। তাই রাষ্ট্র ধর্ম ইসলামের দেশে হারাম দিবস পালনে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতা ও আর্থিক সহযোগীতা বন্ধ করতে হবে। মানববন্ধন ও সমাবেশে ওলামা লীগের সাধারণ সম্পাদক মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরি সভাপতি হিসেবে বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *