কারাগারে অনুপচেটিয়ার সঙ্গে ভারতীয় দুতাবাস কনসুলারের সাক্ষাৎ!

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

1.High security Jell in Kasimpur2.High Security jellDSC02826

2.High Security jell2.High Security jell1.High security Jell in Kasimpurস্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: গাজীপুর মহানগরের কাশিমপুরে অবস্থিত হাইসিকিউরিটি কেন্দ্রিয় কারাগার পরিদর্শন করেছেন ভারতীয় দূতাবাসের একজন কনসুলার।

মিঃ জে পি সিংহ নামের ওই কনসুলারের সঙ্গে ভারতীয় দূতাবাসের আরেক জন কর্মকর্তা ছিলেন। কারা অধিদপ্তরের উচ্চ পদস্থ কোন কর্মকর্তা ছিলেন না। এসময় গোয়েন্দা সংস্থার লোকজন ছাড়া তেমন কেউ প্রতিনিধি দলের সঙ্গে যাননি।

বৃহসপতিবার বেলা ১১টায় তিনি কারাগারে প্রবেশ করে ৪৫ মিনিট পর বেরিয়ে যান।

কারা সুত্রে জানা যায়, জে পি সিংহ হাইসিকিউরিটি কেন্দ্রিয় কারাগারের সিনিয়র জেল সুপার মোঃ মিজানুর রহামনের কক্ষে বসে পরিদর্শন কাজ শেষ করেন। তবে তিনি কারাগারের কি কি পরিদর্শন করেছেন তা জানাতে পারেনি কারাসূত্র।

হাইসিকিউরিটি কেন্দ্রিয় কারাগারের জেলার  জান্নাতুল ফরহাদ  সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেছেন, কনসুলার জে পি সিং কারাগারে বন্দি অনুপচেটিয়ার সঙ্গে দেখা করেছেন কি না তা তিনি বলতে পারবেন না।

প্রসঙ্গত: হাইসিকিউরিটি কেন্দ্রিয় কারাগারে বন্দি রয়েছেন ভারতের উগ্রপন্থি বিচ্ছিন্নতাবাদী দলের শীর্ষ নেতা অনুপচেটিয়া। যে কোন সময় ভারতের নিকট তাকে হস্তান্তর করা হতে পারে বলে গুঞ্জন চলছে দীর্ঘ দিন যাবৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *