গাজীপুর অফিস: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে গাজীপুরে মিছিল হয়েছে।
শনিবার বেলা ১১টায় গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি প্রার্থী নাজমুল খন্দকার সুমনের নেতৃত্বে ওই মিছিল হয়। গাজীপুর শহরের বাসস্ট্যান্ড থেকে শিববাড়ি রোডে ওই মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে শতাধিক নেতা-কর্মী অংশ নেন।