রাতুল মন্ডল, প্রতিনিধি (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমানকে বদলি করে স্ট্যান্ড রিলিজ করেছে জনপ্রশাসন মন্ত্রনালয়। সুষ্ঠু নির্বাচনের প্রয়োজেন থানার ওসি আসাদুজ্জামানকে বদলি করার সুপারিশ করেছে সরকারী গোয়েন্দা সংস্থা।
গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি রেভিনিউ) ফারজানা মান্নান জানান, নিয়ম অনুযায়ি স্বাভাবিক বদলী করা হয়েছে। প্রশ্নের জবাবে (এডিসি রেভিনিউ) বলেন, দায়িত্ব অবহেলা বা অন্য কোন বিষয়ে তাকে অপসারণ করা হয়নি। নতুন করে জনপ্রশাসন মন্ত্রণালয় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়ার পূর্বমুহূর্ত পর্যন্ত উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাসুম রেজা ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য: গত ২০১৫ সালের ৭ আগষ্ট শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ভারপ্রাপ্ত ইউএনও মাসুম রেজা জানান, গতকাল থেকেই জেলা প্রাশাসকের নির্দেশনা অনুযায়ি ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছি। যেহতু ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে, আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আপ্রান চেষ্টা করবো।
এ দিকে আমাদের গাজীপুর প্রতিনিধি সূত্রে জানা যায়, শ্রীপুর থানার অফিসার ইন চার্জ(ওসি) আসাদুজ্জামানের বিরুদ্ধে একাধিক মামলার আসামী ও একাধিক ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ পেয়েছে দুটি সরকারী গোয়েন্দা সংস্থা। সুষ্ঠু সুষ্ঠু নির্বাচনের প্রয়োজেন থানার ওসি আসাদুজ্জামানকে বদলি করার সুপারিশ করেছে ও্রই দুটি সরকারী গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা সূত্র জানায়, এই বিষয়ে খুব দ্রুত ব্যবস্থা গ্রহন করবে নির্বাচন কমিশন সচিবালয়।
প্রকাশ, আগামী ২৩ এপ্রিল শ্রীপুর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে আনুষ্ঠানিকতা চলছে।