যত্ন নিন প্রিয় ফোনের

লাইফস্টাইল

 

iphone-620160322115125

 

 

 

 

 

কথা বলে সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করা, ছবি দেখা, গান শোনা, ইন্টারনেট ব্যবহার, সময় দেখা, সকালে অ্যালার্মে ঘুম থেকে উঠে দিন শুরু করাসহ আমাদের জীবনের প্রতিটি সময়ের সঙ্গী এখন মোবাইল ফোন। আমরা পছন্দের সেট ব্যবহার করি নিজের রুচি সামর্থ অনুযায়ী।

প্রতিমুহূর্ত যে যন্ত্রটি আমাদের সঙ্গে থাকে, সেই প্রিয় এবং প্রয়োজনীয় ফোন সেটটি ব্যবহারে যত্নশীল হতে হবে। কারণ গুরুত্বপূর্ণ এ যন্ত্রটি বিকল হয়ে গেলে ঝামেলার শেষ থাকে না। আমাদের অসচেতনতা এবং যত্নের অভাবে অনেক সময় মোবাইল সেট নষ্ট হয়ে যায়।

ফোন সেট দীর্ঘদিন ব্যবহার করতে যা করতে হবে:
•    সেটে চার্জ অবশিষ্ট থাকতেই, চার্জ দিন। তবে চার্জ না ফুরালেও ঘন ঘন চার্জ দিলে কিংবা মোবাইলের ব্যাটারির ভোল্টের চেয়ে বেশি ভোল্ট সম্পন্ন চার্জার দিয়ে চার্জ দিলে সেটের ক্ষতি হওয়ার আশংকা থাকে
•    অনেক সময় প্রিয় সেটটি হাত ফসকে পড়ে যেতে পারে। তাই পড়ে গেলেও যেন সেটটি নিরাপদ থাকে এজন্য পছন্দ মতো কোনো কভার ব্যবহার করুন
•    গরম চলে এসেছে এখন প্রায়ই বৃষ্টি হবে মোবাইলে পানি ঢুকলে সঙ্গে সঙ্গে ব্যাটারি খুলে শুকনো কাপড় দিয়ে মুছে নিন
•    তবে বৃষ্টির দিনে বাইরে বেরুনোর সময় সেটটি ওয়াটারপ্রুফ ব্যাগ কিংবা কাগজের ভেতরে নিয়ে বের হওয়াই বুদ্ধিমানের কাজ
•    বাচ্চারা মোবাইলের ব্যাপারে অতি উৎসাহী হয়ে থাকে। কিন্তু শিশুদের হাত থেকে পড়ে গিয়ে আপনার প্রিয় সেটটি নষ্ট হয়ে যেতে পারে। তাই ফোন সেটটি শিশুদের নাগালের বাইরে রাখুন
•    কম্পিউটার থেকে মোবাইলে গান বা অন্যান্য ফাইল নেওয়ার সময় সতর্ক থাকুন যেন সেটে ভাইরাস আক্রমণ না করে
•    টাচ স্ক্রিন ফোন হলে ব্যবহারে অতিরিক্ত সতর্কতা জরুরি। এ ধরনের সেট কখনও ভেজা হাতে ধরবেন না। জোরে চাপ দিয়ে কমান্ড দেওয়াও ঠিক নয়। অনেক সময় ধুলাবালি কিংবা তেল, পানির সংস্পর্শে এসে পর্দার স্পর্শকাতরতা নষ্ট হয়ে যায়, তাই টাচ স্ক্রিন ফোন ব্যবহার করতে হবে সাবধানে
•    অনেক সময় ধুলাবালি গিয়ে মোবাইলের স্ক্রিন ঝাপসা হয়ে যায়। এ ধরনের সমস্যা হলে সাবধানে সেট খুলে স্ক্রিন ও কি প্যাড আলাদা করে পাতলা কাপড় দিয়ে মুছে নিন
•    পাবলিক বাসে যাতায়াত করার সময় অথবা ভীড়ের মধ্যে ফোন সেট চুরি হওয়ার আশংকা থাকে। এসব স্থানে ফোনটি হাতে রাখতে পারেন
•    ব্যাগে বা পকেটে রাখার সময় সেটের কি প্যাড লক করে রাখুন
•    মোবাইল সেটে বেশি গেমস খেলা ঠিক নয়
•    সেটে কোনো ধরণের সমস্যা দেখা দিলে নিদির্ষ্ট সার্ভিস সেন্টারে নিয়ে দেখান।

প্রিয় ফোন সেটটি যত্নের সঙ্গে ব্যবহার করুন। তাহলেই সেটটিও আপনাকে অনেক দিন সঙ্গ দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *