ভোট কেন্দ্রে গেলে গুলি করে হত্যা করা হচ্ছে’

Slider জাতীয় ফুলজান বিবির বাংলা

7608_earshad

 

ইউনিয়ন পরিষদ নির্বাচন সুুষ্ঠু ভাবে হচ্ছে না উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ভোট কেন্দ্রে ভোটাররা যেতে পারছেন না। ভোট কেন্দ্রে গেলে গুলি করে হত্যা করা হচ্ছে। নির্বাচনে ২১জন মানুষকে মারা হলো, কিন্তু এর বিচার নেই। দেশে মানুষ শান্তিতে আছে নাকি মৃত্যুর প্রহর গুনছে? এত অশান্তিতে দেশের মানুষ কিভাবে শান্তিতে থাকে। এ  দেশে গুলি করে মানুষ মারলেও বিচার হয় না। মঙ্গলবার লালমনিরহাট জেলা জাতীয় পার্টি দ্বি-বাষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, পৃথিবীর কোন দেশের ইতিহাসে নেই রিজার্ভ ব্যাংক থেকে টাকা চুরির ঘটনা; যা বাংলাদেশে ঘটেছে। ব্যাংক টাকা চুরি সঙ্গে জড়িত কারা তা সবাই জানে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এর সুষ্ঠু বিচার না হলে দেশে আরও বড় ধরনের চুরির ঘটনা ঘটতে পারে। সরকারকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে।এসময় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অধ্যক্ষ মাহবুবুল আলম মিঠু, এসকে খাজা মইনুদ্দিন। সম্মেলনে জিএম কাদেরকে সভাপতি ও  অধ্যক্ষ মাহবুবুল আলম মিঠুকে সাধারণ সম্পাদক করে জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করেন এইচ এম এরশাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *