ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশাল উপজেলায় বাস চাপায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার নূরুর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান রাশেদুলের নিহতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হারুন আর-রশীদ জানান, মোটরসাইকেল যোগে যাওয়ার সময় নূরুর দোকান এলাকায় বিপরীত থেকে আসা একটি যাত্রীবাহী বাসের চাপায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে সংকটাপন্ন অবস্থায় রাশেদুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যা ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত রাশেদুলের মরদেহ হাসপাতাল মর্গে ছিল।