২৬১ ম্যাচ পর এক রানের জয়-পরাজয়

Slider খেলা

 

2015_11_13_19_30_59_Wn3gGMueUqJTw2q3oPMdi4VpzmAwcX_original

 

 

 

 

ঢাকা: মাত্র এক রানে হেরে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর থেকে এক ম্যাচ হাতে রেখে বিদায় নিতে হয় সেমিফাইনালে উঠার স্বপ্ন দেখানো মাশরাফিবাহিনীকে। সুপার টেনের ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ভারত ৭ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে। জবাবে, ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রানে থেমে যায় টাইগারদের ইনিংস।

শেষ ওভারে টাইগারদের দরকার ছিল ১১ রান। হারদিক পান্ডের সেই ওভারে প্রথম বলে সিঙ্গেল নেন মাহমুদুল্লাহ। পরের বলেই চার মেরে দেন মুশফিক। তৃতীয় বলেও চার হাঁকান তিনি। তবে, চতুর্থ বলে ধাওয়ানের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ৬ বলে ১১ রান করা মুশফিক। পঞ্চম বলে মাহমুদুল্লাহ রিয়াদ ২২ বলে ১৮ রান করে জাদেজার হাতে ধরা পড়েন। শেষ বলে প্রয়োজন হয় দুই রানের। শুভাগত হোম শেষ বলটিতে লাইন মিস করলে অপর প্রান্ত থেকে রান নিতে দৌড়ে আসেন মুস্তাফিজ। তবে, ধোনির হাতে সরাসরি বল চলে যাওয়ায় রান আউট হতে হয় মুস্তাফিজকে।

শেষ তিন বলে যেখানে দুই রানের প্রয়োজন, সেখানে টাইগারদের তিনটি উইকেটের পতন হয়। লাল-সবুজরা টিম ইন্ডিয়াকে কাঁপিয়ে দিয়ে মাত্র এক রানে পরাজয় মেনে নেয়।

এক রানের ব্যবধানে হার টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে নবম বারের মতো ঘটলো বাংলাদেশ-ভারত ম্যাচে। বেঙ্গালুরুর চিন্বাস্বামী স্টেডিয়ামে টি-টোয়েন্টির ৫৪৭তম ম্যাচে টাইগারদের বিপক্ষে এক রানের জয় তুলে নেয় স্বাগতিক ভারত। এর আগে এই ব্যবধানে সবশেষ জিতেছিল এই ভারতই। ২০১২ সালের ০২ অক্টোবর কলম্বোতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টির ২৮৬তম ম্যাচে জিতেছিল টিম ইন্ডিয়া। তার আগের জয়টি নিউজিল্যান্ডের। এখানেও রয়েছে ভারতের নাম। তাদের বিপক্ষে টি-টোয়েন্টির ২৬১তম ম্যাচে ২০১২ সালের ১১ সেপ্টেম্বর চেন্নাইয়ে কিউইরা জয় তুলে নেয়।

পরিসংখ্যানের হিসেবে বাংলাদেশ-ভারত ম্যাচটি রানের বিচারে সর্বনিম্ন ব্যবধানে জয়-পরাজয়ে নবম বার হলেও মাঝে পেরিয়ে গেছে আরও ২৬১টি ম্যাচ।

এক রানের ব্যবধানে সর্বপ্রথম জিতেছিল অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টির ৮৩তম ম্যাচে সিডনিতে ২০০৯ সালের ১৫ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডকে হারিয়েছিল অজিরা। এরপর এক রানের ব্যবধানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা (প্রতিপক্ষ নিউজিল্যান্ড), ইংল্যান্ড (প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা), নিউজিল্যান্ড (প্রতিপক্ষ পাকিস্তান), দ. আফ্রিকা (প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ), বাংলাদেশ (প্রতিপক্ষ আয়ারল্যান্ড)।

আইরিশদের বিপক্ষে বেলফাস্টে ২০১২ সালের ২০ জুলাই এক রানের ব্যবধানে জয় তুলে নেয় টাইগাররা। টি-টোয়েন্টির ২৫০তম ম্যাচে আসে এই জয়। যেখানে আয়ারল্যান্ডকে ১৪৭ রানের টার্গেট দেয় বাংলাদেশ। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে ভারতের বিপক্ষে এই ১৪৭ রানের টার্গেটই পেয়েছিল টাইগাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *