দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আগৈলঝাড়ায় ৩ জন বহিস্কার

Slider জাতীয়

2016_03_09_09_36_49_jT4b7oKq5SXVSPAgNTWySNK3tGkNpX_original

 

 

 

 

 

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশগ্রহণ ও তাদের পÿে সমর্থন দেয়ায় ৩ নেতাকে বহিস্কার করা হয়েছে। বুধবার রাতে বরিশাল জেলা আওয়ামীলীগের সভপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুলøাহ এমপি’র সভাপতিত্বে আয়োজিত এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে ও দলীয় প্রার্থীর বিরুদ্ধাচরণসহ নির্বাচনী কার্যক্রম অব্যাহত রাখায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আগৈলঝাড়া উপজেলার ৩ জনকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন- উপজেলা শ্রমিকলীগ সভাপতি সোহেল ইমরোজ লিটন তালুকদার, রতœপুর ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক আশরাফ আলী মীর ও সাংগঠনিক সম্পাদক শাহীন আলম টেনু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *