নয়াদিল্লি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। আজ বিকাল সাড়ে ৪টায় তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। তবে বিমানবন্দরে গণমাধ্যমকে এড়িয়ে গেছেন গভর্নর। বিমানবন্দরে নেমে ভিআইপি টার্মিনাল থেকে তড়িঘড়ি করে কালো কাচের গাড়িতে করে বেরিয়ে যান তিনি। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা চুরি যাওয়ার পরও দেশে না থাকার কারণে এতদিন গণমাধ্যমের সামনে আসেননি তিনি। কিন্তু সোমবার বিকেলে তার দেশে ফেরার খবর পেয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান নেন গণমাধ্যম কর্মীরা। তবে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন না বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান। এ সময় সংবাদ কর্মীরা ড. আতিউর রহমানের সাথে কথা বলার চেষ্টা করলেও তিনি গাড়ি থামাননি।