আন্তর্জাতিক নদী কীত্য দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের মানববন্ধন।

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি

12814663_1747614552046077_2382996371824383316_n

 
অদ্য ১৪ মার্চ সোমবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাব এর সম্মুখে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উৎযাপন উপলক্ষে-উজানের অভিন্ন ৫৪টি নদীর উপর নির্মিত বাঁধ সমূহ অপসারণ করে অবাধ পানি প্রবাহ ও নদীর নাব্যতা নিশ্চিৎ করার দাবিতে, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন (ঝধাব ঃযব জরাবৎ গড়াবসবহঃ ইধহমষধফবংয) আয়োজন মানববন্ধন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবি বেলাল আহমেদ এর সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-জাতিসংঘের সাবেক পানি বিশেষজ্ঞ ড. এস আই খান, জল ও পরিবেশ ইন্স্টিটিউটের মহাপরিচালক প্রকৌশলী ম, ইনামুল হক, ভাওয়াল গড় বাচাঁও আন্দোলনের মহাসচিব ড. এ.কে.এম রিপন আনসারী, বিজ্ঞান আন্দোলন মঞ্চের সম্বয়কারী প্রকৌশলী ইমরান হাবিব রুম্মান,নদী বাঁচাও আন্দোলনের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সোহেল, তুরাগ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক মনোয়ার হোসেন রনি, নদী বাঁচাও আন্দোলনের যুগ্ম সম্পাদক (দপ্তর) ডা. বোরহান উদ্দিন অরন্য, জীববৈচিত্র বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান, অর্থ সম্পাদক মো তাজুল ইসলাম, ঢাকা জেলা সভাপতি মো: বশির উদ্দিন, নারায়নগঞ্জ জেলার আহ্বায়ক মো: আবু নাসের, গাজীপুর জেলার সভাপতি, এ কে এম সিরাজুল ইসলাম উই ফর হিউম্যান সোসাইটি, ঢাকার চেয়ারম্যান মো: আবিদুর রহমান রকেট, ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদকমো: আজম খান, সহ সাংস্কৃতিক সম্পাদক শামিম মোহাম্মদ, আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থার সহ: পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো: আইউব আলী প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন অবিলম্বে ৫৪ টি নদীর বাঁধ অপসারণ সহ ৩০টি ক্যানেলের মাধ্যমে ব্রহ্মপুত্রের পানি সরানোর সর্বনাশী মহা পরিকল্পনা ত্যাগ করে অভিন্ন সকল নদীর পানি বন্টনে এক সমন্বিত চুক্তি করতে হবে।

প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *