বড়পর্দার আগে ইউটিউবে তানহা-নীরব

বিনোদন ও মিডিয়া

 

2016_03_10_13_44_48_sKugCRNo7fKNdL19zRKKUoxtj5OeUy_original

 

 

 

 

 

আগামী ১৮ মার্চ মুক্তি পাচ্ছে ‘ভোলা তো যায় না তারে’ চলচ্চিত্রটি। এতে নিরবের সঙ্গে জুটি বেঁধে প্রথমবারের মতো বড়পর্দায় হাজির হচ্ছেন নবাগত তানহা।

রফিক শিকদার পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করেছেন হিল্লোল, সুব্রত, মাসুম আজিজ, একা, লীনা আহমেদ। এর বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি, বেলাল খান, ইমরান, লিজা প্রমুখ। প্রযোজনা করেছে ধলেশ্বরী ফিল্মস। পরিবেশনায় টিওটি ফিল্মস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *