মাহমুদউল্লাহকে নিয়ে মাশরাফির দ্বিধা!

খেলা

2016_03_09_11_54_00_kyOlQGb1vyLoCPlluVbN1Zy1frPWDk_original

 

 

 

 

ঢাকা: ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রতিপক্ষ বোলারদের আতঙ্ক হয়ে উঠেছেন তিনি। শান্ত স্বভাবের মাহমুদউল্লাহ ব্যাট হাতে যে বেশ অশান্ত! অবলীলায় তাণ্ডব চালিয়ে যান বাংলাদেশের এই তারকা। এশিয়া কাপেই তার প্রমাণ দিয়েছেন তিনি। চার ম্যাচ খেলে চার-ছক্কার ঝড় তুলেও অপরাজিত ছিলেন। হার মানেননি কারো কাছে। যদিও চার ম্যাচের দুটিতে নেমেছেন ছয়ে, বাকি দুটিতে ব্যাট করেছেন দলের সাত নাম্বার পজিশনে।

দারুণ ফর্মে থাকা মাহমুদউল্লাহকে আরেকটু উপরের দিকে ব্যাট করানো যায় না? ভক্তদের প্রশ্ন এমনই। তাকে সাকিব কিংবা মুশফিকের আগে নামালে দলের বড় স্কোর গড়তে ‍সুবিধা হতো। এ ব্যাপারে অবশ্য কিঞ্চিত ‘দ্বিধা’ রয়েছে টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজার। জানালেন, দলের পরিকল্পনা উপেক্ষা করার উপায় নেই। মাহমুদউল্লাহকে নিয়ে যেভাবে পরিকল্পনা করা হয়েছে, তাতে সফলতার মুখ দেখেছে বাংলাদেশ।

মাশরাফি বিন মুর্তজা সাংবাদিকদের বলেন, মাহমুদউল্লাহকে নিয়ে আমাদের পরিকল্পনা সফল হয়েছে। দলও সফলতার মুখ দেখছে। তা ছাড়া দলে খুব বেশি ওলটপালট করা উচিত নয়। আমরা মাহমুদউল্লাহকে যত বেশি সম্ভব ব্যাটিং করানোর চেষ্টা করব, কিন্তু দলের পরিকল্পনা মাথায় রেখেই।

টি-২০তে বাংলাদেশ দল ঘুরে দাঁড়িয়েছে। তুলে নিচ্ছে একের পর এক সাফল্য। তার পরেও পা মাটিতেই রাখছেন টাইগার অধিনায়ক মাশরাফি, দেখুন, টি-২০তে গেল দুই সপ্তাহ আমাদের খুব ভালো কেটেছে। এ সময় মাথা ঠাণ্ডা রাখাই বরং ভালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *