লালমনিরহাট জেলা সংবাদদাতা : দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাটের হাতীবান্ধার তিস্তা ব্যারাজ এলাকায় বিপদসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। প্রতিনিয়তই পানি প্রবাহ বেড়ে যাওয়ায় তিস্তা ব্যারাজ নিয়ে অনেকটাই শঙ্কায় পড়েছেন কর্তৃপক্ষ। ব্যারাজ এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী হাফিজুল ইসলাম জানান, ভারত থেকে প্রচণ্ড গতিতে পানি বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। এতে তিস্তা ব্যারাজ এলাকায় পানি বিপদ সীমার ৫৫ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে ব্যারাজের উজান ও ভাটিতে অসংখ্য গ্রামের মানুষজন পানিবন্দি হয়ে পড়েছেন। ব্যারাজ হুমকির মুখে পড়ায় সব গেইট খুলে দিয়ে পানির গতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে।তিনি জানান, বাইপাসের আশপাশে বসত বাড়ির লোকজনদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে। পানির গতি বেড়ে যাওয়ায় যে কোনো মুহূর্তে বাইপাস কেটে দেয়া হতে পারে। ওই বাইপাস কেটে দেয়া হলে গোটা লালমনিরহাট জেলা পানিবন্দী হয়ে পড়বে। এজন্যই শুক্রবার সন্ধ্যায় ব্যারাজ এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।পানি উন্নয়ন বোর্ডের ওই কর্মকর্তা আরো জানান, পানিপ্রবাহ আর একটু বেড়ে গেলেই বাইপাস কেটে দিয়ে ব্যারাজকে রক্ষা করা হবে। বাইপাস কেটে দিলে লালমনিরহাট জেলার লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়ার আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।গত দুদিনের ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তাসহ লালমনিরহাটের সবকটি নদ-নদীর পানি বেড়েছে। এতে লালমনিরহাটের পাঁচ উপজেলার অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পানি বাড়ার সঙ্গে সঙ্গে নতুন নতুন এলাকা বন্যায় প্লাবিত হচ্ছে। তিস্তা পাড়ের মানুষ চরম আতঙ্কে নিদ্রাহীন রাত কাটাচ্ছেন।