পুরাতন ল্যাপটপ দিয়ে নতুন ল্যাপটপ!

Slider তথ্যপ্রযুক্তি

interchange_offerbg_435260981

 

 

 

 

দেশে প্রথমবারের মতো পুরাতন ল্যাপটপের বিনিময়ে যেকোনো ব্র্যান্ডের নতুন ল্যাপটপ দেওয়ার ঘোষণা দিয়েছে সিস্টেমআই টেকনোলজিস লিমিটেড।

স্বাধীনতা দিবসকে সামনে রেখে ঘোষিত ‘’স্বাধীন অফার’ নামের অফারটি ৭ র্মাচ থেকে চলবে ২৬ র্মাচ র্পযন্ত।

এ সময়রে মধ্যে সচল যেকোনো পুরাতন ল্যাপটপ জমা দিয়ে স্টকে থাকা নতুন ল্যাপটপ নেয়া যাবে।

সিস্টেমআই টেকনোলজিসের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে দেয়া নতুন ল্যাপটপের তালিকা থেকে পছন্দ করতে পারবনে আগ্রহীরা।

প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, পুরাতন ল্যাপটপের কন্ডিশন অনুযায়ী মূল্য নির্ধারণ করে নতুন ল্যাপটপের মূল্যের সাথে সমন্বয় করা হবে।

আরো জানতে ভিজিট করুন-http://systemeye.net

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *