কৃষকের ইলেকট্রিক বিল কোটি টাকা!

Slider সারাবিশ্ব

 

2016_02_28_04_10_16_whupQQQp4XS4R3fZPE45m8QNfikOnD_original

 

 

 

 

ঢাকা : সংসারে নূন আনতে পান্তা ফুরনোর মতো অবস্থা। অন্যের জমিতে চাষ করে কোনো মতে দিন পার করেন পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাসিন্দা আফতাব আলম।

বাড়ি বলতে ইঁটের ওপর ইঁট গেঁথে তৈরি একটা কাঠামো। তার ওপর টিনের চাল। নেই কোনও আধুনিক বৈদ্যুতিক সরঞ্জাম। তবু তার বাড়িতেই বিদ্যুতের বিল এসেছে ১ কোটি রুপি। আর এতে মাথায় হাত সামান্য ওই কৃষকের।

ভুতুড়ে বিল নিয়ে এখন কী করবেন, ভেবে পাচ্ছেন না তিনি। কীভাবেই বা এই বিল মেটানো হবে। এক-দু হাজার রুপির মামলা নয় তো এটা, একেবারে ১ কোটি রুপি।

অবশ্য ভুতুড়ে এ বিদ্যুতের বিল নিয়ে ইসলামপুরে রাজ্য বিদ্যুত্‍ বিভাগে কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন আফতাব। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *