নকল সরবরাহের অভিযোগে ১২ ছাত্র-শিক্ষক আটক

Slider জাতীয়

 

Rajshahi_sm_790721582

 

 

 

 

রাজশাহী: রাজশাহী বাঘা উপজেলায় এসএসসি গণিত পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে এক ছাত্রসহ ১২ জন শিক্ষককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বাঘা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে।

রাজশাহীর বাঘা উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আকতার  জানান, বাঘা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা চলাকালে এক ছাত্রসহ ১২ জন শিক্ষক কেন্দ্রের ভেতরে নকল সরবরাহ করছিলেন। এ খবর পেয়ে প্রচেষ্টা ৯২ নামে একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে এক ছাত্র ও ১১ শিক্ষককে আটক করা হয়। পরে বাঘা থানায় নিয়ে যাওয়া হয় তাদের।

আটককৃতরা হলেন- ছাত্র সাকিব আলী মোল্লা, শিক্ষক শাপলা খাতুন, আকরাম হোসেন, জিন্নাত আলী, আখতারুজ্জামান, জিল্লুর রহমান ওরফে রফিকুল, জিল্লুর রহমান, সাইদুল ইসলাম, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর, জিল্লুর রহমান, সাখাওয়াত হোসেন।

তারা সবাই ওই কোচিং সেন্টারে কর্মরত ও বিভিন্ন স্কুলের শিক্ষক। বর্তমানে তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করছেন ভ্রাম্যমাণ আদালত।

রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, আটককৃতদের ব্যাপারে দুপুর ২টা পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আকতার তাদের জিজ্ঞাসাবাদ করছেন। তবে, জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *