গাজীপুরে পাসের হার ৮৭.৪৭ শফিউদ্দিন শীর্ষে, তা’মীরুল মিল্লাত বোর্ডে ২য়

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

10405387_809552592409390_4155456119145942720_n

স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: গাজীপুর জেলায় এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে সেরা পাঁচ কলেজের শীর্ষে রয়েছে- শফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ। জেলায় পাসের হার ৮৭. ৪৭ ভাগ। এদিকে টঙ্গীর  তা’মীরুল মিল্লাত মাদরাসা বোর্ডে ২য় স্থান অর্জন করেছে।  মোট ৫৫৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে A+ পেয়েছে-২৬৫ জন আর বাকীরা A গ্রেড পেয়েছে।

গাজীপুর জেলায় এবার ১৬ হাজার ৮৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে। এর মধ্যে পাস করেছে ১৩ হাজার ৭৫৪জন। জেলায় পাসের হার ৮৭. ৪৭ ভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৩৭জন।

প্রথম স্খানে থাকা শফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ। এ প্রতিষ্ঠানের ৬০১ জন পরীক্ষার্থীর মাধ্যে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে-৩৩৬জন এবং মোট পয়েন্ট হলো-৮৩ দশমিক ১৪, পাশের হার শতভাগ।

দ্বিতীয় স্থানে রয়েছে- গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড কলেজ। এতে ৫৭৪ জন পরীক্ষার্থীর মাঝে ৫৬৭জন পাস ও জিপিএ-৫ পেয়েছে ২৫১জন। প্রাপ্ত পয়েন্ট হলো- ৭৯ দশমিক ০৮, পাশের হার ৯৮ দশমিক ৭৮।

তৃতীয় স্থানে রয়েছে- কোনাবাড়ি এলাকার এম ই এইচ আরিফ কলেজ। এতে ৪৪৮ জন পরীক্ষার্থীর মাঝে ৪৪৫জন পাস ও জিপিএ-৫ পেয়েছে ১০২জন। মোট পয়েন্ট হলো- ৭০ দশমিক ৯৩,পাশের হার ৯৯ দশমিক ৩৩।

চতুর্থ স্থানে রয়েছে- রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। এ কলেজ থেকে ৩০২ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ২৯৮জন, জিপিএ-৫ পেয়েছে ৫৮ জন, প্রাপ্ত পয়েন্ট ৬৭ দশমিক ২৭, পাশের হার ৯৮ দশমিক ৭৮ ভাগ।

এবং পঞ্চম স্থানে রয়েছে- গাজীপুর সরকারি মহিলা কলেজ। এ কলেজ থেকে ১ হাজার ৬২জন পরীক্ষার্থীর মধ্যে ৯৯৩ জন পাস করেছে, ৮৩ জন জিপিএ-৫ পেয়েছে। মোট পয়েন্ট হলো- ৬৬দশমিক ২১, পাশের হার ৯৩ দশমিক ৫০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *