পৃথক অভিযানে অস্ত্রসহ ৩ শিবির ক্যাডার আটক

Slider রাজনীতি

 

2015_10_27_21_48_50_QL6xnNAnbOlMtrDks43YNEQLVjYzkk_original

 

 

 

 

চট্টগ্রাম : নগরী ও সাতকানিয়ায় উপজেলায় পৃথক অভিযানে দেশিয় অস্ত্রসহ তিন শিবির ক্যাডারকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি দেশি শ্যুটার গান, ১টি এলজি, ১টি দেশি একনলা বন্দুকসহ ছয় রাউণ্ড গুলি উদ্ধার করা হয়।

শনিবার রাতে নগরীর চকবাজার ও সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের এওচিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- আবুল মনছুর (২৪), মো. রিফাত (২২) এবং দিদারুল ইসলাম (২০)।

চকবাজার থানার ওসি আজিজ আহমেদ  বলেন, ‘শনিবার রাত ২টার দিকে নগরীর চকবাজার পোস্ট অফিসের সামনে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করার সময় আবুল মনছুর নামে এক শিবির কর্মীকে স্থানীয় জনতা ধরে ফেলে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে একটি দেশিয় শ্যুটার গান ও দু’রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।’

যদিও রোববার সকালে এ বিষয়ে যোগাযোগ করা হলে এমন কিছু তার থানায় নেই বলে জানান ওসি আজিজ আহমেদ।

এদিকে সাতকানিয়া থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার  বলেন, ‘সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের এওচিয়া গ্রামে অভিযান চালিয়ে দুই শিবির নেতাকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নাশকতার মামলা আছে।’

আটককৃতদের কাছ থেকে একটি এলজি, একটি দেশিয় তৈরি একনলা বন্দুক এবং চার রাউণ্ড গুলি উদ্ধার করা হয় বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *