কাপাসিয়ায় অমর একুশে বই মেলা

Slider গ্রাম বাংলা জাতীয় ফুলজান বিবির বাংলা সারাদেশ

Book Fair, Kapasia , Gazipur 20.02.2016

গাজীপুরের কাপাসিয়ায় বঙ্গতাজ তাজ উদ্দীন আহমদ স্মৃতি পাঠাগার এর উদ্যোগে আওয়ালীগের প্রয়াত নেতা খালেদ খুররম সাহেবের বাড়ির সামনে মাঠে ১১ দিনব্যাপি একুশে বইমেলা শুরু হয়েছে। ২০ ফেব্রুয়ারি শনিবার দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এম পি মেলার শুভ উদ্বোধণ করেন।
একুশে বই মেলা উদযাপন কমিটর আহবায়ক মোঃ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সেলিমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত তাজুল মোহাম্মদ, থানা অফিসার ইনচার্জ(ওসি) মীর রকিবুল হক, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান,উপজেলা কৃষকলীগ সভাপতি অধ্যাপক আইনউদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, যুবলীগ সভাপতি মাহবুব উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন প্রধান প্রমুখ।

এ মেলায় ২৫ ফেব্রুয়ারি সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ১ মার্চ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এ বই মেলা ২০ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। ৩২টি স্টল মেলায় অংশ গ্রহন করে, প্রতিটি স্টলেই তাজ উদ্দিন আহমেদকে নিয়ে লেখা বই পাঠকদের আকৃষ্ট করেছে। হাইলজোর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের কন্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন করেন স্থানীয় সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *