আগৈলঝাড়ায় বাল্য বিয়ের আসর থেকে বর আটক হলেও আর্থিক লাভবান হয়ে ছেড়ে দিয়েছে পুলিশ

নারী ও শিশু বরিশাল

index

 

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় বাল্য বিয়ের আসর থেকে পুলিশ বরকে গ্রেফতার করে থানায় নেয়ার পর মোটা অঙ্কের অর্থনৈতিক লেনদেনের বিনিময়ে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের নাসির সিকদারের মেয়ে গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী খালেদা আক্তারের সাথে একই উপজেলার ভদ্রপাড়া গ্রামের রুস্তম সরদারের ছেলে আব্বাস সরদারের সাথে শুক্রবার বিয়ের দিন ধার্য ছিল। গোপন সংবাদে খবর পেয়ে এএসআই নুরুল ইসলাম ও মিজানুর রহমান ঘটনাস্থল মেয়ের বাড়ি উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্ধ করে বর আব্বাসকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
পরে রাতে বরের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বরকে ওসি ছেড়ে দেয়। বাল্য বিয়ের আসর থেকে বরকে গ্রেফতারের পরে থানা থেকে ছেড়ে দেয়ায় সাধারণ লোকজনের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। এব্যাপারে ওসি মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্টেশনে না থাকায় কোন আইনগত ব্যবস্থা নেয়া যায়নি। বাল্য বিয়ে না করার মুচলেকা রেখে বরকে ছেড়ে দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *