আরফীন রুমির বিচার শুরু

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ বিনোদন ও মিডিয়া সারাদেশ

10479038_821516314540000_7387330605344922167_n

গ্রাম বাংলা ডেস্ক:যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে প্রথম স্ত্রীর দায়েরকৃত মামলায় জনপ্রিয় সংগীত শিল্পী আরফীন রুমির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল।
আদালতে আরেফীন রুমির জামিন স্থায়ী করার এবং মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করা হয়। আদালতে রুমির পক্ষ থেকে দাবি করা হয়-আদালতের বাইরে উভয় পক্ষের মধ্যে আপোষ-মীমাংসা হয়েছে। তবে এ ধরনের কোনো তথ্য নথিতে পাওয়া যায়নি।
শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক মো. আরিফুর রহমান আসামির বিরুদ্ধে আনা যৌতুক আইনের ৪ ধারায় অভিযোগ পড়ে শোনালে আসামি অভিযোগ অস্বীকার করেন। নিজেকে নির্দোষ প্রমান করতে বিচার প্রার্থনা করেন। আর এর প্রেক্ষিতেই বিচারক আগামি ১১ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহনের জন্য দিন ধার্য করেন।
তবে, আরেফীনের প্রথম স্ত্রী লামিয়া রহমান অনন্যার আইনজীবী আরিফ উদ্দিন আহমেদ জানান, গত ১৭ জুন তারিখে আদালতে দেয়া অঙ্গীকারনামার শর্ত অনুযায়ী রুমি কোন টাকাও দেননি এবং ওই টাকা তার তিন বছরের ছেলে আরিয়ানের নামে ব্যাংকে এফডিআরও করেননি। আমরা জামিন বাতিলের আবেদন করেছি।
প্রসঙ্গত, এ মামলায় রুমিকে গত ১৩ ফেব্রুয়ারি জামিন বাতিল করে রুমিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনালের বিচারক আরিফুর রহমান। গত ১৯ ফেব্রুয়ারি কণ্ঠশিল্পী আরেফিন রুমির আবেদনের প্রেক্ষিতে শর্ত সাপেক্ষে জামিন দেন ট্রাইব্যুনাল।
এর আগে গত বছরের ১২ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর থানায় অনন্যার দায়ের করা মামলায় মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ের নিজ বাসা থেকে ভাই এস এম ইয়াসিন রনিসহ গ্রেফতার হন রুমি। ওই দিনই তাদের কারাগারে পাঠানো হয়। পরদিন সাতটি শর্তপূরণ সাপেক্ষে হলফনামা দিয়ে জামিন পান রুমি।
ওই শর্তের মধ্যে অন্যতম ছিল, রুমি ২০ লাখ টাকা দিয়ে প্রথম স্ত্রীর সঙ্গে আপোষ করবেন। কিন্তু জামিনের শর্ত পুরন না করায় তার জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *