লন্ডনে সাগর-রুনির হত্যার বিচার দাবিতে মানববন্ধন

Slider গ্রাম বাংলা ফুলজান বিবির বাংলা বিনোদন ও মিডিয়া

1117_r-4

মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে লন্ডনে স্থানীয় বাংলা মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধন পালন করেছেন।  সাপ্তাহিক লন্ডন বাংলার সম্পাদক কে এম আবু তাহের চৌধুরী সভাপতিত্বে এবং এস এ টিভির বিশেষ প্রতিনিধি হেফাজুল করিম রকিবের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন এনটিভির উপস্থাপক আতাউল্যাহ ফারুক। বৃহস্পতিবার দুপুরে লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সাংবাদিক দম্পতির  নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, ৪৮ ঘণ্টার প্রতিশ্রুতি দিয়ে ৪৮ মাস পার হওয়ার পরও হত্যাকারীদের  গ্রেপ্তার ও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যায়নি। এর ফলে সাংবাদিক দম্পতির সন্তান মেঘের কাছে পুরো রাষ্ট্রকেই এখন অপরাধী হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- জনমত পত্রিকার বার্তা সম্পাদক মোসলেহ উদ্দিন আহমদ, বাংলা পোস্টের সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী, সিনিয়র সাংবাদিক মাহবুব রহমান, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইছির মাহমুদ, বাংলা টিভির প্রধান বার্তা সম্পাদক কবি মিল্টন রহমান, সাংবাদিক বুলবুল হাসান, এটিএন বাংলার মোস্তাক বাবুল, কলামিস্ট মাহবুবা জেবিন, এনটিভির প্রধান বার্তা সম্পাদক রাজিব হাসান, সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলু, বাংলা ভিশন যুক্তরাজ্য প্রতিনিধি মোহাম্মদ ইমরান, সাংবাদিক মাহবুব আলী খানশূর, বাংলা টাইমের জিএম খোরশেদ আলম শাহিন, টিভিএন ২৪ প্রতিনিধি আবদুল হান্নান, বিএসইউ’র জেনারেল সেক্রেটারি এস এইচ সোহাগ, জনমতের বিশেষ প্রতিনিধি আহাদ চৌধুরী বাবু, সাংবাদিক কাউছার আহমদ, চ্যানেল আই রিপোর্টার আবদুর রশিদ, কবি শিহাব উদ্দিন কামাল, কবি মজিবুল হক মনি, লন্ডন বিডি নিউজ ২৪ এর চেয়ারম্যান আবদুল বাছিত বাদশা, চ্যানেল এস’র রিপোর্টার রেজাউল করিম মৃধা, বাংলা টিভির নুরুল ইসলাম শাহিন, এন টিভির রিপোর্টার ফারুক সুমন, সাংবাদিক নূরে আলম বর্ষণ, ইউকে বিডিনিউজের তানভীর হাসান, এটিএন বাংলা রিপোর্টার এখলাছুর রহমান পাক্কু, বিএসইউ’র প্রচার সম্পাদক আলাউদ্দিন রাসেল, প্রকাশনা সম্পাদক ফয়সাল আহমেদ, আন্দোলন নিউজের প্রতিনিধি জাহিদ গাজী, মোশারফ হোসেন, আহমেদ কবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *