কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে ২ চরমপন্থি নিহত

Slider জাতীয়

 

 

1455165150

 

 

 

 

 

কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলার স্বস্তিপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই চরমপন্থি নিহত হয়েছেন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টায় স্বস্তিপুর গ্রামের একটি বাঁশবাগানে এ ঘটনা ঘটে।

নিহত দুইজন নিষিদ্ধঘোষিত চরমপন্থি সংগঠন গণমুক্তি ফৌজের সক্রিয় সদস্য। তারা হলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মৃত্তিকাপাড়া গ্রামের মৃত আনছার শেখের ছেলে আকাউদ্দিন হিয়া (৪৫) ও একই গ্রামের জলিল শেখের ছেলে লিয়াকত আলী (৪০)।

র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অধিনায়ক মেজর মোসাদ্দেক ইবনে মুজিব জানান, বুধবার গভীর রাতে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের পাশে স্বস্তিপুর গ্রামের ডানপাশে একটি বাঁশবাগানে বৈঠক করছিলেন চরমপন্থিরা। খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযান চালায়। বিষয়টি টের পেয়ে চরমপন্থিরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাব  আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে দুই পক্ষের  বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে আকাউদ্দিন হিয়া ও লিয়াকত আলী নিহত হয়।

পরে ঘটনাস্থল থেকে দুইটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, একটি ওয়ান শ্যুটার বন্দুক, ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান মেজর মোসাদ্দেক ইবনে মুজিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *