বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১৩,৮৩০ জন

Slider শিক্ষা

 

BCS_166129818

 

 

 

 

ঢাকা: ৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছে ১৩ হাজার ৮৩০ জন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ফলাফল প্রকাশ করা হয় বলে জানিয়েছেন পিএসসি’র চেয়ারম্যান ইকরাম আহমেদ।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ. ই. ম নেছার উদ্দিন  বলেন, প্রিলিমিনারিতে ১৩ হাজার ৮৩০ জন উত্তীর্ণ হয়েছে, তাদের লিখিত পরীক্ষার তারিখ শিগগিরই জানানো হবে।

গত ৮ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগীয় শহরে ১৬২ কেন্দ্রে ২ লাখ ১১ হাজার ৩২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ঢাকায় ১০৭টি ও ঢাকার বাইরে ৫৫ কেন্দ্রে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবার প্রিলিমিনারি পরীক্ষার হলে ক্যালকুলেটর ছাড়াও ঘড়ি নিষিদ্ধ করে দেওয়াল ঘড়ির ব্যবস্থা করেছিল পিএসসি।

বিভিন্ন ক্যাডারে ২১৮০ জনকে নিয়োগ দিয়ে গত বছরের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *