ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে আটকা ১৩২

Slider সারাবিশ্ব

 

1454825434

 

 

 

 

 

দক্ষিণ তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ১৭ তলা আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনো ১৩২ জন আটকা পড়ে আছেন।

বিবিসির খবরে বলা হয়, আটকা পড়াদের মধ্যে ২৯ জনের কাছে পৌঁছানো সম্ভব বলে উদ্ধারকারীরা মনে করছেন। বাকিরা অনেক নিচে আটকা পড়েছেন।

এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে; তাদের মধ্যে ১০ মাস বয়সী এক শিশুও রয়েছে।

ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত প্রায় ৩৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন প্রায় পাঁচশ মানুষ। তাদের মধ্যে অন্তত ৯২ জনকে হাসপাতাল ভর্তি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় তাইনান শহর থেকে ৪৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠের ২৩ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পে তাইনান শহরের আরও নয়টি বহুতল ভবন হেলে পড়েছে। আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষিত কুকুর নিয়ে আটশোর বেশি সেনা সদস্য উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে বলে রয়টার্স জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *