হাই কোর্টের দেওয়া নিষেধাজ্ঞা আপিল বিভাগেও বহাল রয়েছে ঢাকার কল্যাণপুরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের জমি থেকে বস্তি উচ্ছেদ।
এ বিষয়ে হাই কোর্ট যে রুল দিয়েছিল, চার সপ্তাহের মধ্যে তা নিষ্পত্তি করারও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
হাই কোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ রোববার এই আদেশ দেয়।
হাই কোর্টে এ বিষয়ে রুলের ওপর শুনানি করার দায়িত্ব দেওয়া হয়েছে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন বেঞ্চকে।