আরেক বন্ধুকে হারালো বাংলাদেশ

Slider সারাবিশ্ব

2016_01_31_00_22_49_qwGLm0xIxtWDjvtuTwXWzNjuSIVgQC_original

 

 

 

 

ঢাকা : জেনারেল জেকবের পর আরেক বন্ধুকে হারালো বাংলাদেশ। ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল কে ভি কৃষ্ণ রাও আর নেই। তিনি একাত্তরে মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকার রেখেছিলেন।

জানা গেছে, গতকাল শুক্রবার দিল্লির সামরিক হাসপাতালে ৯২ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা গেছেন তিনি।

জেনারেল কৃষ্ণ জম্মু-কাশ্মীরের ভারতীয় অংশে এমন এক সময় গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন যখন পরিস্থিতি ছিল উত্তাল।

মুক্তিযুদ্ধে সময় তিনি সেনাদের একটি ডিভিশনের অধিনায়ক ছিলেন। তিনি সেই সময় সিলেট এবং বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল দখলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

১৯৪৭-৪৮ পাক-ভারত যুদ্ধেও অংশ নিয়েছিলেন কৃষ্ণ। ১৯৪৯-৫১ সময়ে ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা প্রশিক্ষক।

তার মৃত্যুতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পরিকার শোক জানিয়েছেন।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষভাগে পাকিস্তানকে আত্মসমর্পণ করানোর জন্য মধ্যস্থতাকারী ভারতীয় সেনা কর্মকর্তা জেনারেল জে এফ আর জেকব গত ১৩ জানুয়ারি দিল্লির একটি সামরিক হাসপাতালে ৯২ বছর বয়সে মারা যান।

জেনারেল জেকব বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে ভারতীয় সেনাবাহিনীর একজন মেজর জেনারেল ছিলেন এবং তিনি ছিলেন ইস্টার্ন কমান্ডের প্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *