ট্যানারি স্থানান্তর না হলে ১ মার্চ গ্যাস বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন -শিল্পমন্ত্রী

Slider জাতীয়

tanna_188422

 

 

 

 

 

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর করতে হবে। এ ক্ষেত্রে আর কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি জোর দিয়ে বলেন, ট্যানারি স্থানান্তরে ট্যানারি মালিকদের গড়িমসি কিছুতেই সহ্য করা হবে না।

মন্ত্রী আরও বলেছেন, ২৯ ফেব্রুয়ারির মধ্যে হাজারীবাগ থেকে যেসব ট্যানারি স্থানান্তর করা হবে না, আগামী ১ মার্চ থেকে  ওইসব ট্যানারির গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হবে। ট্যানারি শিল্পনগরী প্রকল্পের অবকাঠামোগত নির্মাণকাজ কবে নাগাদ শেষ হবে- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রকল্প এলাকায় অবকাঠামোগত নির্মাণকাজ সম্পন্ন করার জন্য কমপক্ষে ৫০টি ট্যানারির বর্জ্য শোধনাগার স্থাপন প্রয়োজন। কিন্তু একশ্রেণীর ট্যানারি মালিক এখনও সেটা নিশ্চিত করেননি।

তাদের এমন ধরনের খামখেয়ালিপনার কারণেই প্রকল্প এলাকায় অবকাঠামোগত নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। তবে স্বল্প সময়ের মধ্যেই অবকাঠামোগত নির্মাণকাজ শেষ করার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান শিল্পমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *