তাবলিগে এসে এক ইন্দোনেশীয়র মৃত্যু

Slider জাতীয়

 

2016_01_24_08_12_06_YToppFH8eYLtFDu36cSqSCslC2TKEX_original

 

 

 

 

বরিশাল: বরিশালে তাবলিগ জামায়াতে এসে শুকড়ি (৪০) নামে ইন্দোনেশিয়ার এক নাগরিক মারা গেছেন।

শনিবার রাত ১২টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে তার মৃত্যু হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের দায়িত্বরত ডা. মাসুদ মোল্যা।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন  জানান, উপজেলার রানীরহাট নামক এলাকায় তালুকদারবাড়ী মসজিদে গত ২১ জানুয়ারি তাবলিগে আসেন ইন্দোনেশিয়াসহ বাংলাদেশি ১০ মুসল্লি। তাদের মধ্যে শনিবার রাতের খাবার খাওয়ার পরে শুকড়ি নামে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বর চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে বিদেশি এই নাগরিকের লাশ বরিশাল মারকাজ মসজিদের মুরুব্বিদের কাছে হস্তান্তর করা হয়।

বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখায়াত হোসেন   রাত ১টার দিকে জানান, ওই নাগরিকের মরদেহ ইন্দোনেশিয়ায় পাঠানোর জন্য ঢাকাস্থ ওই দেশের দূতাবাসে কথা বলা হয়েছে। সেখান থেকে অনুমতি পাওয়ার পরে রোববার সকালে লাশ পাঠিয়ে দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *