গাজীপুরে কারখানায় আগুন নিহত-৭, আহত-১২

Slider জাতীয় টপ নিউজ
Decrease font Enlarge font
 12549029_1728448993962633_391500064273270469_n

 

 

 

 

 

 

ঢাকা: গাজীপুরের পূবাইলে একটি টায়ার মেরামত কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৭জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, দগ্ধ হয়েছেন আরও তিনজন।

প্রথম দিকে স্বজনদের পক্ষ থেকে এক নারীসহ আটজন নিহত হওয়ার দাবি করা হলেও ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে   যিনি স্থানিয় বড়ই বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা । নাম জেবুন্নেছা (৩৫)  বাড়ি কিশোরগঞ্জ ।
শনিবার (২৩ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে পূবাইলের কলেজ গেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। এমনকি কারখানারও নামও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জয়দেবপুর স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান লিটন  বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রথমে আটজন নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লেও ৭ জনের বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি।

দগ্ধদের হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান উপ-সহকারী পরিচালক আখতারুজ্জামান।

ফায়ার সার্ভিস জানায়, বিকেল পৌনে ৪টার দিকে আকস্মিক আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জয়দেবপুর স্টেশনের অফিসার হাসিবুর রহমান বলেন, কারখানায় পুরাতন টায়ার মেরামত করা হতো। এখনও আগুন লাগার কারণ জানা যায়নি।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *