অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় গত কয়েকদিন ধরে প্রচন্ড শৈত্যপ্রবাহে কারণে জনজীবনে দূর্ভোগ দেখা দিয়েছে। সারাদিনে সূর্যের আলো তেমন একটা ছিল না। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে উত্তরদিক থেকে নেমে আসা শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। ঠান্ডার কারণে শিশু ও বয়োবৃদ্ধরা নিউমোনিয়ায় আক্তান্ত হয়ে উপজেলা হাসপাতালে ভর্তি হচ্ছে। নি¤œ আয়ের লোকজন প্রচন্ড শীতের কারণে কয়েকদিন যাবৎ কাজকর্মে যেতে পারেনি। চলতি সেচ মৌসুমে উফশী বোরো লাগাতে কৃষকদের ভোগান্তি বেড়েছে। তাই শ্রমজীবি মানুষ ও কৃষকরা ঠান্ডার কারণে জমিতে কাজ করতে পারেনি। রাস্তাঘাটে লোকজনের চলাচল ও স্কুল-কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম।