শপথ নিলেন রাজশাহী ও নাটোরের ১৮ মেয়রসহ ১৭৩ কাউন্সিলর

Slider জাতীয়

2015_12_06_08_30_01_ZjSEXjq7tZcIu0Fx4IAPJsNCV0u1kR_original

 

 

 

 

রাজশাহী: রাজশাহী ও নাটোরের মোট ১৯টি পৌরসভার নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) বিকেলে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও বর্তমান ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মুনির হোসেন নবনির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান।

রাজশাহীর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আমিনুল ইসলাম জানান, নবনির্বাচিত সবাই শপথ নিলেও রাজশাহীর তানোর পৌর মেয়র মিজানুর রহমানকে আটক করায় তিনি শপথ গ্রহণ করতে পারেননি। এছাড়া রাজশাহী ও নাটোরের বাকি ১৮টি পৌরসভার মেয়র শপথ নিয়েছেন।

তবে একজন কাউন্সিলরও শপথ নিতে পারেননি। শপথগ্রহণকারীদের মধ্যে রাজশাহীর ১২ ও নাটোরের ৬ মেয়র ছিলেন বলে জানান আমিনুল ইসলাম।

এদিকে, শপথ গ্রহণ শেষে বিকেলে রাজশাহীর পুঠিয়া পৌরসভার  মেয়র বিএনপি নেতা আসাদুল হক আসাদকেও শিল্পকলা একাডেমির সামনে থেকে নাশকতার মামলায় আটক করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *