নরসিংদীতে দুটি বাসে সংঘর্ষের পর আগুন॥ নিহত ১০ আহত ৬০

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

59768_Road Accident Logo
নরসিংদী সংবাদদাতা
গ্রাম বাংলা নিউজ২৪.কম
নরসিংদী: ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বিসিক শিল্পনগরী এলাকায়  দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০জন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। গুরুতরভাবে দগ্ধ রয়েছে ১০জন। নিহতের সংখ্যা বাড়তে পারে।
বুধবার বিকেল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুই ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক যানচলাচল বন্ধ থাকে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাযায়নি। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা ও সদর হাসপাতালসহ আশপাশের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল পৌনে ৫টার দিকে সিলেট থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মনোহরদীগামী মেঘলা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে উভয় বাসেই আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই চারজন জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। নিহতদের মধ্যে সোহাগ পরিবহনের চালকও রয়েছে বলে জানা গেছে।
নরসিংদী জেলা পুলিশের এএসপি মোখলেছুর রহমান বলেন, আমরা উদ্ধারকাজ করছি। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। এবং  সাথে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধারকাজ চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *