আগরতলা-আখাউড়া রেল রাস্তা ঘুরে দেখলেন রেলমন্ত্রী

Slider ফুলজান বিবির বাংলা

images

 

 

 

 

আগরতলা: প্রস্তাবিত আগরতলা-আখাউড়া রেল প্রকল্পের সম্ভাব্য রাস্তা ঘুরে দেখলেন ভারতের রেল মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী মনোজ সিনহা।

মঙ্গলবার (১২ই জানুয়ারি) বিকেলে তিনি পশ্চিম জেলার বাংলাদেশ সীমান্তবর্তী নিশ্চিন্তপুর সীমান্ত ঘুরে দেখেন।

নিশ্চিন্তপুর থেকে মন্ত্রী চলে আসেন আগরতলা- আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টে, সেখানে তিনি ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ও বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দ্বারা সৌহার্দ্য পূর্ণ পরিবেশে সূর্যাস্তের সময় নিজ নিজ দেশের জাতীয় পতাকা নামানোর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।

অনুষ্ঠান শেষে মন্ত্রী উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের হাতে উপহার স্বরূপ মিষ্টি তোলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *