টুথপেস্টের ১৪ ভিন্ন ব্যবহার

লাইফস্টাইল

 

 

tothpast_bg_601016670

 

 

 

 

ঢাকা: দাঁত পরিষ্কার ছাড়াও টুথপেস্টের রয়েছে আরও ব্যবহার। দৈনন্দিন নানা কাজেও এটি ব্যবহার করা যায়। তবে দাঁত ব্রাশ ছাড়া অন্য কোনো কাজে টুথপেস্ট ব্যবহার করলে শুধু সাদা টুথপেস্ট ব্যবহার করা উত্তম।

চলুন জেনে নিই টুথপেস্টের নানাবিধ ব্যবহার-

আইভরি- হাতির দাঁত দিয়ে তৈরি যেকোনো জিনিস পরিষ্কার করতে টুথপেস্ট ব্যবহার করা যায়। ব্রাশে টুথপেস্ট লাগিয়ে ঘষা দিন। এরপর ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন। এভাবে হারমনিয়াম ও পিয়ানোর কি-ও পরিষ্কার করতে পারেন।

নখ- পুরোনো ব্রাশে টুথপেস্ট লাগিয়ে নখ ঘষুন। ঝকঝকে হয়ে উঠবে।

কাপড়ে মরিচা দাগ- কাপড়ের মরিচার দাগ তুলতে টুথপেস্ট লাগিয়ে রাখুন। শুকিয়ে এলে পানিতে ভিজিয়ে ঘষে ঘষে ধুয়ে ফেলুন। মরিচার দাগ দূর হয়ে যাবে।

স্নিকার্স- স্নিকার্সের নিচের রাবারের অংশ পরিষ্কার করতে টুথপেস্ট ব্যবহার করতে পারেন।

ডায়ামন্ড – ভেজা কাপড়ে টুথপেস্ট লাগিয়ে ডায়ামন্ডের আংটি পরিষ্কার করুন।

জার পরিষ্কারে – অনেক দিন সংরক্ষণ করার ফলে মসলা, দুধ ও অন্য খাবারের জার গন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে টুথপেস্ট ও ব্রাশের সাহায্যে জার পরিষ্কার করতে পারেন। একই উপায়ে শিশুদের ফিডারও পরিষ্কার করতে পারেন।

আয়না- বাথরুমের আয়নায় পানির দাগ থাকে। পানির দাগ দূর করতে টুথপেস্ট ব্যবহার করুন।

সিলভার ও স্টিল- সিলভার ও স্টিলের আসবাব বা বাসনের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে টুথপেস্ট ও স্ক্রাবার ব্যবহার করুন।

মার্বেল ও টাইলস- মার্বেল পাথর ও টাইলসের মেঝেতে মরিচার দাগ বা চুইংগামের দাগ দূর করতে টুথপেস্ট ভালো কাজ করে।

সিঙ্ক ও বেসিন – রান্নাঘরের সিঙ্ক ও বেসিন পরিষ্কারে স্ক্রাবার ও টুথপেস্ট ব্যবহারে চকচকে ভাব আসবে, সঙ্গে দূর হবে জীবাণুও।

দেয়ালের দাগ – দেয়ালে ক্রেয়নের দাগ তুলতে টুথপেস্ট খুব ভালো কাজ করে।

লিপস্টিকের দাগ – কাপড়ের লিপস্টিকের দাগ তুলতে টুথপেস্ট ব্যবহার করতে পারেন। এছাড়াও কাপড়ে কালির দাগ তুলতে টুথপেস্ট লাগিয়ে রাখুন। শুকিয়ে এলে ঘষে ধুয়ে ফেলুন। কালির দাগ উধাও হয়ে যাবে।

কাঠের আসবাব- কাঠের আসবাবের ওপর পানি বা কোল্ড ড্রিঙ্কসের দাগ তুলতে কাপড়ে টুথপেস্ট লাগিয়ে দাগের ওপর ধীরে ধীরে ঘষুন। দ্বিতীয় ধাপে পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন।

ব্রণ – ইদানীং অনেকেই এ পদ্ধতি ব্যবহার করেন। ব্রণের ‍উপর টুথপেস্ট লাগিয়ে সারারাত রেখে দিন। সকালে উঠে ধুয়ে ফেলুন। এতে ব্রণ আকারে ছোট হয়ে যাবে। টুথপেস্ট ব্রণে জমা তেল শোষণ করে দ্রুত সারিয়ে তোলে।

হাত ও পায়ের দুর্গন্ধ এড়াতে – পেয়াজ-রসুন কাটার ফলে হাতে দুর্গন্ধ হয় আবার মোজা পরার ফলে পায়েও দুর্গন্ধ হতে পারে। এক্ষেত্রে হাত ও পায়ে টুথপেস্ট ব্রাশ করে ধুয়ে ফেলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *