আখেরি মোনাজাত শেষে ঘরমুখী মুসল্লির ঢল

Slider জাতীয় টপ নিউজ ফুলজান বিবির বাংলা সারাদেশ

12541149_1543480549296955_1292887534437622532_n

 

 

 

 

 

 

বিশ্ব শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫১তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আজ রবিবার মোনাজাত শেষ টঙ্গীর তুরাগ তীরে ঘরমুখী মানুষের ঢল নেমেছে। যে যেভাবে পারছেন সেভাবেই গন্তব্যে পৌঁছানোর যুদ্ধে নেমেছেন। কেউ যাচ্ছেন ট্রেনের ছাদে, কিংবা পিকআপে, কেউবা বাসের ছাদে, অনেকে আবার হেঁটে। তাদের চোখে মুখে কোনো ক্লান্তি কিংবা উদ্বেগের ছাপ নেই। পর্যাপ্ত যানবাহন না পাওয়ায় সবার মধ্যেই একটি তাড়াহুড়োর বিষয় লক্ষ্য করা গেছে। সবাই আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তিনদিন ইজতেমায় কাটিয়েছেন, যার পুরোটা জুড়েই ছিল ইসলামী বয়ান শোনা আর জিকির-আসগার।

আজ রবিবার বেলা ১১টা ৮ মিনিটে প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়। এবার মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা সাদ। দীর্ঘ ২৪ মিনিটের মোনাজাত শেষ যা ১১ টা ৩২ মিনিটে। যার পুরোটায় বিশ্বের সব মানুষের মঙ্গল ও শান্তি কামনা করে আল্লাহর দিদার লাভের প্রার্থনা করেন মুসল্লিরা। ইজতেমা ময়দানসহ সড়ক ও মহাসড়কে অলি-গলি, বাড়ি ও কারখানার ছাদ, তুরাগ নদে নৌকায় বসে, পত্রিকা বিছিয়ে যে যেখানে পেরেছেন বসে দোয়ায় অংশ নেন নানা বয়সী নারী-পুরুষ। ইজতেমা ময়দানে উপস্থিত হতে না পেরে দেশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা জড়ো হয়ে মোবাইল ফোন ও টেলিভিশনের মাধ্যমে আখেরি মোনাজাতে শরিক হয়েছেন।

মোনাজাত শেষে ইজতেমা ময়দানের চারপাশের রাস্তায় মুসল্লিদের ঢল নামে। যে যার মতো ছুটে চলেছেন নিজেদের গন্তব্যে। টঙ্গীর সাতাশ এলাকা থেকে শুরু করে আব্দুল্লাহপুর হয়ে উত্তরা পর্যন্ত রাস্তার দুই পাশেই পড়েছে মুসল্লিদের ঢল। কামার পাড়া থেকে মিরেরবাজার পর্যন্ত দলে দলে ছুটে চলেছন মুসল্লিরা। সকাল থেকে ইজতেমা এলাকায় কোনো যানবাহন প্রবেশ করতে দেওয়া হয়নি। তাই পায়ে হেঁটেই বাড়ির পথে চলেছেন সবাই। ময়দানের চারপাশের মুসল্লিদের নিরাপদ ও শান্তিপূর্ণ চলাচল এবং ময়দান এলাকায় ত্যাগ করতে পারেন সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরলস কাজ করছেন আইন-শৃঙ্খলা বাহিনী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *