ঢাকা : রাজধানীতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। এদের মধ্যে তুরাগে বাস-ট্রাক সংঘর্ষে গাড়ি দুটির চালকসহ রমনা পুলিশ ভবন ক্রসিং এলাকায় শহিদুল ইসলাম (২২) নামে এক যুবক এবং কদমতলির ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় ফারুক হোসেন (৩০) নামে এক ট্রাক হেলপার নিহত হন।
রমনা মডেল থানার এসআই আনিছুর রহমান জানান, শুক্রবার ভোরে পুলিশ ভবন ক্রসিং এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত শহিদুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাবার নাম শফিকুল ইসলাম। গ্রামের বাড়ি পটুয়াখালী। ধারণা করা হচ্ছে, তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটে-এ ব্যাপারে কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে কদমতলীর ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত ট্রাক হেলপার ফারুককে স্থানীয়রা উদ্ধার করেন। পরে তাকে ঢামেক হাসপাতালে নেয়া হলে ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
অপরদিকে, তুরাগ থানার ওসি মাহবুব-এ-খোদা জানান, শুক্রবার সকালে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মিনিবাস-ট্রাকের সংঘর্ষে অজ্ঞাত পরিচয় দুই যুবকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই দু’জনের একজন ট্রাক চালক অপর জন মিনিবাস চালক। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও শনাক্ত হয়নি।