তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

12510424_1012459175473687_7141213798296312965_n

 

বিশ্ব ইজতেমার প্রথম দিনে লাখো মানুষের ঢল নেমেছে তুরাগ তীরে। শুক্রবার ইজতেমা ময়দানে জুমার নামাজ আদায় করেছেন দেশের বিভিন্ন জেলা ও বিদেশ থেকে আগত মুসল্লিরা। মুসল্লিদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় পুরো ইজতেমা এলাকা। দুপুর ১টা ৪০ মিনিটে ইজতেমা ময়দানে জুমার নামাজ শুরু হয়। জুমার নামাজে ইমামতি করেন ঢাকার কাকরাইল মসজিদের হাফেজ মাওলানা মোহাম্মদ যোবায়ের। ময়দানে স্থান না পেয়ে মুসল্লিরা মহাসড়ক ও অলিগলিসহ যে যেখানে পেরেছেন নামাজ আদায় করেছেন। আজ বাদ আছর ইজতেমায় বয়ান করবেন ভারতের মাওলানা মোহাম্মদ জোয়াহের, বাদ মাগরিব বয়ান করবেন দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ। মুসল্লিদের সুবিধার্থে তা বাংলায় তরজমা করা হবে। এসব বয়ান ইংরেজি, ফার্সি, মালয় ভাষায়ও তরজমা করা হবে। লাখো ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে এবারের ৫১তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ শুরু হয় শুক্রবার বাদ ফজর। এ সময় ভারতের মাওলানা আবদুর রহমান উর্দুতে আমবয়ান করেন। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম ধাপ। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত তাবলীগ জামায়াতের শীর্ষস্থানীয় মুরব্বিরা পর্যায়ক্রমে আখলাক, ঈমান ও আমলের ওপর বয়ান পেশ করবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *