বাগেরহাট: জেলার মোরেলগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বাগেরহাট মোরেলগঞ্জ সড়কের দোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- পিরোজপুরের জিয়ানগর উপজেলার কালাইয়া গ্রামের এলাকার হিরন্ময় হালদারের ছেলে চিন্ময় হালদার (৪০) মোরেলগঞ্জ উপজেলার আমতলা গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে হাফিজুর মোল্লা (৩৫)।
মোরেলগঞ্জ থানার ওসি রাশেদুল আলম জানান, সকাল সাড়ে সাতটার দিকে পিরোজপুর থেকে মোরেলগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা একটি মোটরসাইকেল দোনা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই দুই মোটরসাইকেলের চালক চিন্ময় ও হাফিজুর ঘটনাস্থলেই নিহত ও তিন আরোহী আহত হন।
আহত গোপাল হালদার, মুকুল হালদার ও আব্দুল্লাহ আল মামুনকে উদ্ধার প্রথমে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করা হয়েছে।