কোটি টাকাসহ গ্রেফতার পাঁচ জামায়াত নেতা রিমান্ডে

Slider জাতীয়

1451817131

 

 

 

 

এক কোটি ৪৭ হাজার টাকাসহ রাজধানীর রামপুরা বনশ্রী এলাকা থেকে গ্রেফতারকৃত জামায়াতের পাঁচ নেতার ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ।

নাশকতা পরিকল্পনার অভিযোগে গতকাল শনিবার রাত সাড়ে ৭টায় তাদের গ্রেফতার করা হয়। আজ রবিবার আসামিদের দুইটি মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করে ঢাকা সিএমএম আদালতে হাজির করা হয়। শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

রিমান্ডকৃতরা হলেন- গিয়াস উদ্দীন, আমিনুর রহমান, আবুল হাশেম, শাহজাদুর রহমান সোহেল ও ওসমান গনি। এদের মধ্যে প্রথম দুইজন জামায়াতের রুকন।

মামলাগুলোর মধ্যে একটি সন্ত্রাসবিরোধী আইনে এবং অপরটি মানিলন্ডারিং আইনে দায়ের করেছে পুলিশ।

এর আগে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ ইউসুফ হোসেন শুনানি শেষে প্রত্যেক মামলায় পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল জোনের ডিসি আনোয়ার হোসেনের দাবি, বনশ্রীর একটি বাড়ি থেকে এই আসামিদের আটক করা হয়। আটকের সময় তাদের কাছে এক কোটি ৪৭ হাজার টাকা পাওয়া গেছে।

পুলিশের এই কর্মকর্তার দাবি, জামায়াতের শীর্ষ কয়েক নেতার বিরুদ্ধে চলমান মামলার রায়ের আগে এবং আগামী ৫ জানুয়ারিতে রাজধানীতে নাশকতা চালানোর পরিকল্পনা করতে তারা জড়ো হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *