ঢাকা: ১৫৭ টি পৌরসভা নির্বাচনের ভোটকেন্দ্র পুলিশের সহযোগিতা দখল করে সরকারদলীয়রা বলে মন্তব্য করেছে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি সেই সব ভোটকেন্দ্রে নির্বাচন বন্ধ করে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করার দাবি জানান।
বুধবার বিকেলে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ১৫৭ টি পৌরসভা নির্বাচনের ভোটকেন্দ্র দখল করে সরকারদলীয়রা গুলি, বোমাবাজি ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
ইসির প্রতি অভিযোগ করে তিনি বলেন, ইসি তার চাকুরি বাঁচাতে সরকারে হুকুম অনুযায়ী কাজ করছে। এসময় তিনি আরও বলেন, যেই ১৫৭ টি পৌরসভা নির্বাচনের ভোটকেন্দ্র দখল করে সরকারদলীয়রা গুলি, বোমাবাজি হত্যার মাধ্যমে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সেই সব জায়গায় নির্বাচন বন্ধ করে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করার দাবি জানান।