কুমিল্লা: ভোট শুরুর আগেই ব্যালট পেপারে সিল মারার অভিযোগে কুমিল্লার বরুড়ায় একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
সারাদেশের পৌরসভা নির্বাচনের দিন বুধবার সকালে বরুড়ায় সাবেক শিলমুড়ির উত্তর ইউনিয়ন পরিষদের ওই কেন্দ্রটিকে প্রায় ১২শ’ ব্যালটপেপার ছিনতাই করে সীল মেরে বাক্সে ভরার চেষ্টা চলছিলো।
সহকারী রিটার্নিং কর্মকর্তা বলেন, বিষয়টি আমি জেলা প্রশাসককে অবহিত করে ভোট স্থগিতের আবেদন জানাই।
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ হাসানুজ্জামান কল্লোল বলেন, ভোট শুরুর আগেই সীল মারা ব্যালট পাওয়া গেছে বলে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।